Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্মার্ট কার্ড তথ্য জানতে করণীয়
বিস্তারিত

স্মার্ট কার্ড তথ্য জানতে করণীয়

 

১. https://services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র নম্বর/ফরম নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা লিখে সার্চ দিতে হবে।

৩. যদি নিম্নের তথ্য গুলো প্রদর্শিত হয় তবে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে। আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বর্তমান জাতীয় পরিচয়পত্র/স্লিপ জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

Status

Box ID

Comp ID

District

Upozila

Voter Area

Contact Address

৪. আর যদি স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নিলেখা প্রদর্শিত হয় তবে বুঝতে হবে আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখন অবধি প্রিন্ট হয়নি। আপনাকে অপেক্ষা করতে হবে।